হোম > খেলা > ক্রিকেট

সাকিব-তামিমের ব্যাটে লড়ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনিংসের প্রথম ৩ ওভারে ৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ম্যাচের কঠিন চাপটা এসে পড়ে অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসানের কাঁধে। এখন পর্যন্ত তাঁদের ব্যাটেই লড়ছে বাংলাদেশ। এপ্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান। সাকিব-তামিমের জুটিতে এল ৬৯ রান। তামিম ৩৪ ও সাকিব ৩৫ রানে ব্যাটিং করছেন।

শুরুতেই বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে রীতিমতো ভড়কে দেন স্যাম কারান। ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন শেষ দিকে। বোলিংয়ে ইনিংসের প্রথম ওভার করতে এসেই তুলে নেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট। দুজনে আউট হন রানের খাতা খোলার আগেই। তৃতীয় ওভারে কারান তুলে নেন মুশফিকুর রহিমের উইকেটও। 

প্রথম ওয়ানডের চেয়ে উইকেট কিছুটা ভালো ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ৩২৭ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। পাওয়ারপ্লেতে বেশি উইকেট না হারিয়ে, ২০ ওভারের পর রানের গতি বাড়ায় ইংলিশরা। ক্রিজে থিতু হয়ে ব্যক্তিগত ইনিংসের শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে গেছেন জেসন রয়, জস বাটলার ও মঈন আলী।

অসাধারণ ব্যাটিংয়ে ওয়ানডেতে ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন রয়। অন্য ব্যাটাররা উইকেটে এসে খাবি খেলেও সাবলীল ব্যাটিং চালিয়ে গেছেন ইংল্যান্ডের এই ওপেনার। ১০৪ বলে করেছিলেন সেঞ্চুরি। পর তুলে নিয়েছেন ওয়ানডেতে ১২তম সেঞ্চুরি। সাকিবের এলবিডব্লিউর শিকার হওয়ার আগে খেলে গেছেন ১২৪ বলে ১৩২ রানের দারুণ এক ইনিংস।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ