Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চম যুব বিশ্বকাপ শিরোপা ভারতের 

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চম যুব বিশ্বকাপ শিরোপা ভারতের 

ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। গত রাতে ফাইনালে ইংলিশদের ৪ উইকেটে হারিয়েছেন ভারতীয় যুবারা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত। 

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক টম প্রেস্ট। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি দলের ব্যাটাররা। দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফিরে যান প্রথম পাঁচ ব্যাটার। শেষ পর্যন্ত তাঁদের রান যে ১৮৯ হয়েছে, তার বড় কৃতিত্ব জেমস রিউর। তাঁর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৫ রান। ১২টি চারে ইনিংসটি সাজান চারে নামা এই ব্যাটার। 

ইংল্যান্ড যুবাদের পরীক্ষা নিয়ে ৯৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রাজ বাওয়া। ৯ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন রবি কুমার। ইংলিশ যুবাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার অংকুশ রাজবংশী। শুরুর ধাক্কা সামাল দিয়ে ইনিংস গড়ার কাজে মনোযোগ দেন হারনুর সিং এবং শাইখ রাশিদ। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭.৩ ওভারে যোগ করেন ৪৯ রান। 

দলীয় ৪৯ রানে ৪৬ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন হারুনুর সিং। ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ৫০ রানের দারুণ ইনিংস খেলে জেমস সালেসের বলে আউট হন শাইখ রাশিদ। ১৭ রান করে ফেরেন ভারত অধিনায়ক ইয়াশ ঢুলও। 

শত রানের আগে চার উইকেট হারানো ভারতকে তবু জয়ের পথে রাখেন রাজ বাওয়া ও নিশান্ত সিন্ধু। এ জুটি থেকে আসে ৬৭ রান। জয় থেকে ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ। এরপর বাকি কাজটুকু সারেন নিশান্ত এবং উইকেটকিপার দীনেশ বানা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন নিশাত। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ফাইনালের ম্যাচসেরা হয়েছেন ভারতীয় যুবা রাজ বাওয়া।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর