হোম > খেলা > ক্রিকেট

শেষ দিনে বাংলাদেশকে ৩ উইকেট নিয়ে করতে হবে ২২৫ রান

ক্রীড়া ডেস্ক    

আবারও বিপর্যয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট জিততে আগামীকাল পঞ্চম ও শেষ দিনে এখন অবিশ্বাস্য কিছু করা ছাড়া উপায় নেই।

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান আর ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩ উইকেট। চতুর্থ দিন শেষে জয়ের পাল্লাটা হেলে পড়েছে ক্যারিবীয়দের দিকে। বাংলাদেশ দল আজ রাতে শেষ দিনে ব্যাটিংয়ে নামবে ৭ উইকেটে ১০৯ রান নিয়ে। ব্যাটিংয়ে আছেন জাকের আলী অনিক (১৫) ও হাসান মাহমুদ (০)।

গত রাতে চতুর্থ দিন শুরুর ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামার কথা ছিল বাংলাদেশের। তবে দিন শুরুর আগে প্রথম ইনিংস ঘোষণা করে সবাইকে চমকে দেয় সফরকারীরা। যে পরিকল্পনা নিয়ে উইন্ডিজকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছিল সেটি বাস্তবায়নও করেন মেহেদী হাসান মিরাজরা। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেয় ১৫২ রানে।

উইন্ডিজের ইনিংস বড় করতে দেননি তাসকিন আহমেদ। প্রথমবারের মতো টেস্টে এক ইনিংসে পেয়েছেন ৫ উইকেটের দেখা। গতরাতে ৬৪ রান দিয়ে ৬ উইকেট নেন এই পেসার। এটিই তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং। মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা। তার মধ্যে ২ উইকেট নেন তাসকিন। এর আগে উইন্ডিজ ৯ উইকেটে ৪৫০ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল।

বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। তবে এবারও টপ অর্ডারদের ব্যর্থতায় হারতে বসেছে সফরকারীরা। দুই ক্যারিবীয় পেসার কিমার রোচ ও জেইডেন সিলসের তোপে দাঁড়াতেই পারেননি মাহমুদুল হাসান জয় (৬), জাকির হাসান (০), মুমিনুল হক (১১), শাহাদাত হোসেন দিপু (৪)। দ্রুত ধ্বংসস্তূপ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। লিটন দাস (২২) ও মিরাজ (৪৫) যা একটু পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলেন। রোচ ও সিলস সমান ৩টি করে উইকেট ভাগাভাগি করেছেন।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস