তারকাদের ভালো সময় যেমন থাকে, তেমনি খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। রোহিত শর্মার সময়টা এখন যাচ্ছে খারাপ। ধুঁকতে থাকা রোহিতকে নিয়ে সমালোচনার পাশাপাশি চলছে ব্যঙ্গ-বিদ্রুপ। ভারতীয় এই ক্রিকেটার এবার সমালোচকদের ধুয়ে দিয়েছেন।
সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট শুরু হয়েছে গতকাল। ম্যাচ শুরুর দিনই দেখা গেল রোহিতের নাম নেই। অথচ তিনি ভারতের টেস্ট দলের অধিনায়ক। রোহিতের সিডনি টেস্টে না থাকা নিয়েই চলছে অনেক আলাপ-আলোচনা। আজ টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির সময় সমালোচকদের এক হাত নিলেন রোহিত। ফক্স স্পোর্টসকে ভারতীয় এই ক্রিকেটার বলেন, ‘মাইক্রোফোনে কে কী বললেন বা কলম, ল্যাপটপে কারও লেখায় তো জীবন বদলে যাবে না। আমাদের কখন অবসর নিতে হবে, বসে যেতে হবে এবং নেতৃত্ব দিতে হবে তাঁরা সিদ্ধান্ত নেবেন না। আমি বুদ্ধিমান একজন মানুষ। দুই সন্তানের বাবা। আমার জীবনে কী দরকার, সেটা জানি।’
অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রোহিত খেলেছেন তিন টেস্ট। পাঁচ ইনিংসে ব্যাটিং করে ৩২ রান করেছেন। সর্বোচ্চ করেছেন ১০ রান। সিডনি টেস্টে রোহিত না খেলায় ভারতীয় সংবাদমাধ্যমে তাঁর টেস্ট ক্যারিয়ারের ইতি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদন সত্যি হলে মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টই রোহিতের ক্রিকেটের রাজকীয় সংস্করণে শেষ ম্যাচ হওয়ার কথা। কিন্তু রোহিত বলছেন পুরোপুরি ভিন্ন কথা। ফক্স স্পোর্টসকে আজ তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত অবসরের সিদ্ধান্ত নয়। অথবা আমি খেলা থেকে নিজেকে গুটিয়ে ফেলিনি। ব্যাটে রান আসছে না বলেই আমি বসে গেছি। আগামী পাঁচ অথবা দুই মাসে রান আসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি দিন জীবন কীভাবে পরিবর্তন হয়, ক্রিকেটে এটা বহুবার দেখেছি। পরিবর্তন যে আসবেই সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। একই সঙ্গে আমাকে বাস্তববাদী হতে হবে।’
রোহিত না থাকায় সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ভারত ১৮৫ রানে অলআউট হয়েছে। লো-স্কোরিং ম্যাচে বোলারদের যখন জ্বলে ওঠার প্রয়োজন, সেটাই হয়েছে। ভারতের আক্রমণাত্মক বোলিংয়ে অস্ট্রেলিয়া ১৮১ রানে অলআউট। ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করবে ভারত।