হোম > খেলা > ক্রিকেট

চট্টগ্রামের হয়ে খেলবেন হারিস-নাজিবউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০২৪ সংস্করণ সামনে রেখে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার পাকিস্তানের তরুণ ব্যাটার মোহাম্মদ হারিস ও আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার নাজিবউল্লাহ জাদরানকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ২০২৪ বিপিএলের জন্য সরাসরি চুক্তিতে হারিস ও নাজিবউল্লাহকে নিয়েছে তারা। ২২ বছর বয়সী হারিস ইতিমধ্যে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি খেলেছেন। চলতি এশিয়া কাপেও আছেন পাকিস্তান দলে। সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যাকআপ উইকেটরক্ষক-ব্যাটার হিসেবেও বিবেচনায় আছেন তিনি। 

জাতীয় দলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক বাড়ছে হারিসের। এর আগে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সর্বশেষ সংস্করণ এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও খেলেছেন এই ব্যাটার। 

মাঠে ছক্কা-চারের বৃষ্টি ঝরাতে বেশ পারদর্শী নাজিবউল্লাহ। আফগানিস্তানের হয়ে ৯০টি ওয়ানডের পাশাপাশি ৯৪টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে স্ট্রাইকেরটও দারুণ–১৩৯.৭৫। ৩১.৭০ গড়ে করেছেন ১৭১২ রান। 

এর আগে বিপিএলে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছিলেন নাজিবউল্লাহ। পাকিস্তান সুপার লিগ, আইএলটি ২০, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। বিপিএলের আগামী সংস্করণ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারিতে জানিয়েছে, বিসিবি।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন