হোম > খেলা > ক্রিকেট

নতুন রেকর্ডের জন্য কোহলির ৭৬ রানের অপেক্ষা

করতে হবে ৭৬ রান—সেটি আর এমনকি বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটারের জন্য! এই রানটুকু করলেই নতুন রেকর্ড গড়বেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৮ হাজার রানের মাইলফলকের চূড়া স্পর্শ করবেন ভারতীয় ব্যাটার।

আজ রাতেই এই কীর্তি গড়ে ফেলতে পারেন কোহলি। তবে রেকর্ডের চেয়েও ৩৫ বছর বয়সী ব্যাটারের চোখ এখন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের দিকে। এবারের আইপিএলের প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে আজ মহেন্দ্র সিং ধোনিদের বিপক্ষে জিততেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। জিতলেই হবে না। কোহলিদের মেলাতে হবে কয়েকটি সমীকরণও।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের হিসেবে সমীকরণটা এমন—বেঙ্গালুরু আগে ব্যাটিং করে ২০০ রান করলে জিততে হবে ১৮ রানের ব্যবধানে। আর পরে ব্যাটিং করলে জিততে হবে ১১ বল হাতে রেখে। অর্থাৎ, বেঙ্গালুরু যদি ২০০ রান করে, তবে চেন্নাইকে থামাতে হবে ১৮২ রানের মধ্যে। আর পরে ব্যাটিং করে যদি ২০০ রান করে, তবে তাদের ২০১ রান করতে হবে ১১ বল হাতে রেখে। যদি স্কোর সমান করার পর ২০০ রানে দাঁড়িয়ে একটি ছয় মারতে পারে, তবে ৮ বল হাতে রেখে জিতলেও চলবে বেঙ্গালুরুর।

বৃষ্টির কারণে ‘বাঁচা-মরার’ ম্যাচটি যদি পাঁচ ওভারে নেমে আসে সে ক্ষেত্রে কোহলিরা যদি ৭৫ রানের লক্ষ্য দেয়, তবে চেন্নাইকে ৫৭ বা তার কম রানের মধ্যে আটকে ফেলতে হবে। আর চেন্নাই যদি ৭৫ রানের লক্ষ্য দেয়, তবে নেট রান বাড়াতে বেঙ্গালুরুকে সেটি ৩.১ ওভারের মধ্যে তাড়া করে জিততে হবে। কিন্তু কোহলিদের সেরা চারে যাওয়ার আশাকে ভেস্তে দিতে পারে বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি পরিত্যক্ত হলে প্লে অফ নিশ্চিত করবেন ধোনিরা। চেন্নাই ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে চারে। তাদের নেট রানরেট—‍+০.৫২৮। বেঙ্গালুরু ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বর। তাদের নেট রানরেট—‍+০.৩৮৭।

এবারের আইপিএলে ১৩ ইনিংসে ৬৬১ রান করেছেন কোহলি। সর্বোচ্চ স্কোরারের তালিকাতেও শীর্ষে তিনি। আইপিএল ক্যারিয়ারে শুধু বেঙ্গালুরুর হয়ে খেলে যাওয়া এই ব্যাটার ২৮২ ইনিংসে করেছেন ৭৯২৪ রান। 
 
আইপিএলে সবচেয়ে বেশি রান
 
                             রান        ইনিংস
বিরাট কোহলি       ৭৯২৪      ২৪২ 
শিখর ধাওয়ান       ৬৭৬৯     ২২১ 
রোহিত শর্মা          ৬৬২৮    ২৫২ 
ডেভিড ওয়ার্নার    ৬৫৬৫    ১৮৪ 
সুরেশ রায়না         ৫৫২৮     ২০০

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান