হোম > খেলা > ক্রিকেট

জেমিসনের সঙ্গে মুমিনুলের ছবি নিয়ে কলকাতা পুলিশের রসিকতা

ক্রিকেটারদের ছবি দিয়ে কলকাতা পুলিশের জনসচেতনতামূলক মিম (হাস্যরসাত্মক ছবি) তৈরি নতুন কিছু নয়। করোনার তৃতীয় ঢেউ যখন আবার হানা দিচ্ছে, তখন একই রকম আরেকটি জনসচেতনতামূলক মিম তৈরি করেছে তারা। সেখানে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক আর নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের আলোচিত একটি ছবি ব্যবহার করেছে কলকাতা পুলিশ। 

ছবিটি মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের। ছয় ফুট সাড়ে ছয় ইঞ্চি উচ্চতার কিউই পেসার জেমিসনের সামনে দাঁড়ানো মুমিনুলকে ‘লিলিপুট’ মনে হচ্ছিল। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ছবিটি। বাংলাদেশের সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও ছবিটি পোস্ট করেন। এবার কলকাতা পুলিশ এই ছবিকে করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কতায় কাজে লাগাল। 

ছবিতে জেমিসনকে বলা হয়েছে করোনার ‘তৃতীয় ঢেউ’। মুমিনুলকে বলা হয়েছে ‘মাস্ক ছাড়া রাস্তায়’ বের হওয়া জনগণ। তার মানে, দীর্ঘদেহী জেমিসন করোনার মতোই ভয়ংকর ও বড় সমস্যা; আর স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করা মানুষ মুমিনলের মতো নগণ্য! কলকাতা পুলিশ এটিই বোঝাতে চেয়েছে।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন