হোম > খেলা > ক্রিকেট

শেষ দুই বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন যাঁরা

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত রাতে পাঞ্জাব কিংসের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন রাহুল তেওয়াটিয়া। ব্রাবোর্নে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ দুই বলে ছক্কা মেরে সমীকরণ মিলিয়েছেন গুজরাট টাইটানসের ব্যাটার তেওয়াটিয়া। এর আগে আরও তিনবার শেষ দুই বল ছক্কা মেরে ম্যাচ জেতানোর ঘটনা আছে।

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শেষ দুই বলে ছক্কা মেরে ম্যাচ জেতালেন তেওয়াটিয়া। শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ১৯ রান। সেখানে প্রথম ৪ বলে আসে ৭ রান। তেওয়াটিয়া তাই ভালোমতোই জানতেন এখান থেকে ম্যাচ জেতাতে কী করতে হবে, ‘ম্যাচ জিতিয়ে তিনি বলেন, ‘এভাবে জিতলে দারুণ লাগে। আমার খুব বেশি ভাবার ছিল না, কিন্তু আমি জানতাম যে আমাকে নিচে নেমে ছক্কা মারতে হবে। স্মিথ প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো বোলিং করেন। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমাকেও একই রকম কিছু করতে হবে।’

এর আগে ২০১৬ আইপিএলে মাহেন্দ্র সিং ধোনি শেষ দুই বলে দুটি ছক্কা মেরে পুণে সুপারজায়ান্টসকে জিতিয়েছিলেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ দুই বলে ২ ছক্কা মেরে ম্যাচ জেতাতে প্রথম দেখা গিয়েছিল ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগে। পার্থ স্কর্চার্সের হয়ে ডলফিন্সের বিপক্ষে শেষ দুই বলে ২ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন মিচেল মার্শ। আর সর্বশেষ এমন কীর্তি দেখা গেছে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগে। ২০১৯ সালে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে সিদুয়ার বিপক্ষে এভাবে ম্যাচ জিতিয়েছিলেন নিশান পেইরিস।

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন