হোম > খেলা > ক্রিকেট

পদ্মা সেতুর সঙ্গে বিশ্বকাপ ট্রফির ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ট্রফি এখন আছে পাকিস্তানে। এরপর এটি যাবে শ্রীলঙ্কায়। 

শ্রীলঙ্কা হয়ে বিশ্বকাপের ট্রফির পরের গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশে তিন দিন থাকার কথা বিশ্বকাপের ট্রফি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, পদ্মা সেতুকে ব্যাকগ্রাউন্ড করে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের পরিকল্পনা করছেন তাঁরা। গতবার যেটা হয়েছিল জাতীয় সংসদ ভবনে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বললেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকোনিক লোকেশনে ট্রফি রেখে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকোনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’ 

শুধু পদ্মা সেতুতে নয়, সাধারণ দর্শকদেরও ট্রফি দেখার ব্যবস্থা থাকছে। রাজধানীর বড় কোনো শপিং মলে দর্শকদের ট্রফি দেখার ব্যবস্থা করা হবে। বসুন্ধরা শপিং মলে ট্রফি দেখানো হতে পারে। তিন দিনের সূচিতে বিশ্বকাপ ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। সেখানে ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশন হবে। 

প্রতি বিশ্বকাপের আগেই বিশ্বভ্রমণে বের হয় বিশ্বকাপের ট্রফি। ব্যতিক্রম হচ্ছে না এবারও। গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উন্মোচন হয়। তবে ট্রফির বিভিন্ন দেশে ঘোরা শুরু হয় ১৪ জুলাই থেকে। সব মিলিয়ে মোট ১৭টি দেশ ঘোরার কথা এই ট্রফির। বাংলাদেশ থেকে এটার পরের গন্তব্য হবে কুয়েত।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল