ক্রিকেটারদের বাইক প্রীতি নতুন কিছু নয়। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও বাইকের প্রতি চরম ঝোঁক দেখা যায়। ব্যতিক্রম নন সাকিব আল হাসানও। আজ একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে রাজধানীর একটি হোটেলে সে কথাই জানালেন বাংলাদেশ অলরাউন্ডার।
চট্টগ্রাম থেকে ওয়ানডে সিরিজ শেষ করে আজ ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ কোনো অনুশীলন ছিল না। ছুটি নিয়ে সেখানে যান সাকিব। নিজের মোটরসাইকেলের সংগ্রহ, পছন্দের মোটরসাইকেল নিয়ে মন খুলে কথা বলেন তিনি।
জন্মস্থান মাগুরায় বন্ধুদের সঙ্গে বাইক চালান জানিয়ে সাকিব বলেছেন, ‘মাগুরাতে বন্ধুদের সঙ্গে বাইক চালিয়ে সময় কাটানো হয়। ঢাকায় খুব একটা হয় না। তবে মাঝে মাঝে গভীর রাতে যখন রাস্তা খালি থাকে তখন এখানেও (ঢাকায়) বাইক চালানো হয়।’
বাইকের ব্যাপারে খোলাখুলি কথা বললেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা নিয়ে নীরবতা বেছে নেন সাকিব। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দক্ষিণ আফ্রিকায় সাকিব টেস্ট খেলবেন বলে জানান। সাকিব অবশ্য নিশ্চুপ, ‘খোলাসা করার কিছু নেই… জানতে চান, জানতে পারবেন।’