হোম > খেলা > ক্রিকেট

ইডেন গার্ডেনের তারকাদের হাটে থাকছেন মাশরাফিও

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সাবেক ক্রিকেটাররা চেয়ে থাকেন কোনো বিশেষ টুর্নামেন্টের দিকে। যেন পুরোনো বন্ধুদের সঙ্গে খেলতে পারেন আবারও। তেমনি একটি উপলক্ষ এসেছে কিংবদন্তি ক্রিকেটারদের সামনে। 

আগামী ১৫ আগস্ট ভারতের জন্য বিশেষ এক দিন। দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস। বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে অ্যাবসুলেট লিজেন্ড স্পোর্টস আয়োজন করেছে একটি ক্রিকেট ম্যাচ। আগামী ১৬ সেপ্টেম্বরের ম্যাচটিতে ভারত মহারাজাসের বিপক্ষে খেলবে ওয়ার্ল্ড জায়ান্টস। ম্যাচটিতে ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে বিশ্বতারকাদের সঙ্গে খেলবেন মাশরাফি বিন মুর্তজাও। 

ভারতের আনন্দময় দিনটি উপলক্ষে কিংবদন্তি ক্রিকেটারদের মিলনমেলা বসবে ইডেন গার্ডেনে। ভারত মহারাজাসের নেতৃত্ব দেবেন কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, হরভজন সিং, ইরফান পাঠানরা আবারও মাঠে নামবেন সৌরভের নেতৃত্বে। 

অন্যদিকে ওয়ার্ল্ড জায়ান্টসের নেতৃত্ব দেবেন ইয়ন মরগ্যান। তাঁর দলে আছেন বিশ্ব ক্রিকেটে আলো ছড়ানো মহিরুহরা। সনাৎ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, জ্যাক ক্যালিস, জন্টি রোডস, ব্রেট লিদের সঙ্গে স্কোয়াডে আছেন মাশরাফি বিন মুর্তজা।  

ম্যাচটি মূলত লিজেন্ড লিগ ক্রিকেটের অংশ। লিজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেছেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পালন করছি। আমাদের জন্য এটা গর্বের মুহূর্ত। একজন ভারতীয় হিসেবে আমি খুবই আনন্দিত যে এবারের লিগটি আমরা স্বাধীনতার ৭৫তম বছর উদ্‌যাপনে উৎসর্গ করছি।’

এ বছরের জানুয়ারিতে প্রথম মৌসুম আয়োজন করেছিল অ্যাবসুলেট লিজেন্ড স্পোর্টস। তিন দলের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন দল ওয়ার্ল্ড জায়ান্টস। এবার দ্বিতীয় মৌসুমে অংশগ্রহণ করবে চারটি দল। ১৫ ম্যাচে নিশ্চিত হবে চ্যাম্পিয়ন দল।

ভারত মহারাজাস একাদশ: 
সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, শ্রীশান্ত, হরভজন সিং, নমন ওঝা (উইকেটরক্ষক), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জোগিন্দর শর্মা, রিতিন্দর সিং সোধি। 

ওয়ার্ল্ড জায়ান্ট: 
ইয়ন মরগান (অধিনায়ক), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাৎ জয়াসুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মুর্তজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও'ব্রায়েন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক)।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান