কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল সীমিত ওভারের ক্রিকেটে আবারও বাবর আজম পাকিস্তানের অধিনায়ক হতে যাচ্ছেন। অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি হলো। আজ তাঁকে সাদা বলের ক্রিকেটে পুনরায় অধিনায়ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজমকে অধিনায়ক করার বিষয়টি নিজেদের এক্স একাউন্টে নিশ্চিত করেছে পিসিবি। সামাজিক মাধ্যমে পোষ্ট করা ভিডিওতে অধিনায়ক বাবরের সঙ্গে কথা বলতে দেখা যায় পিসিবি সভাপতি মহসিন নাকভিকে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর তাঁকে এক প্রকার বাধ্য করা হয়েছিল তিন সংস্করণ থেকে অধিনায়কত্ব ছাড়তে। পরে তিনি ছাড়লে টি–টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিকে নেতৃত্ব দিয়েছিল পাকিস্তান। আর টেস্টে শান মাসুদকে। মাসুদ টিকে গেলেও শাহিন আফ্রিদির অধিনায়কত্বের মেয়াদ প্রায় ৫ মাসেই শেষ হলো। গত ১৫ নভেম্বর সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন বাঁহাতি পেসার।