হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন রাজা

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। সদ্য হালনাগাদ করা আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তিন ক্যাটাগরিতে উন্নতি করেছেন তিনি।

হারারেতে বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দুই ‘রাজকীয়’ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে জিতিয়েছেন রাজা। র‍্যাঙ্কিংয়েও এর পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। ওয়ানডে ব্যাটারদের মধ্যে ১০ ধাপ এগিয়ে ২৯তম স্থানে জায়গা করে নিয়েছেন রাজা। আর বোলারদের মধ্যে ওঠে এসেছেন ৭৯তম স্থানে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যববধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। এই দুই ম্যাচে দুর্দান্ত দুটি সেঞ্চুরি করেন রাজা। আর বল হাতে নেন ৪ উইকেট। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। তার পুরস্কার হিসেবে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন রাজা।

চোট পাওায়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝপথে ছিটকে যান লিটন দাস। ওয়ানডে ব্যাটারদের মধ্যে রাজার চেয়ে এক ধাপ ওপরে আছেন বাংলাদেশি এই ব্যাটার-উইকটেরক্ষক। বাংলাদেশি বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন তাইজুল ইসলাম। ৯ ধাপ এগিয়ে ৭১তম স্থানে বসেছেন তিনি।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ