হোম > খেলা > ক্রিকেট

১৩ রানে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রানে শেষ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে সুযোগ ছিল ৩০০ করার। তবে ৩০০ তো দূরে থাক, শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতায় ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ১৩ রানে শেষ ৫ উইকেট হারায় তামিম ইকবালের দল। চেমসফোর্ডে আজ তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

টস হেরে আজ প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এদিন লিটন দাসের পরিবর্তে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করেন রনি তালুকদার। তবে অভিষেকটা রাঙাতে পারেননি রনি। মার্ক অ্যাডাইরের বল খোঁচা দিয়ে ৪ রানে আউট হয়েছেন বাংলাদেশের এই ওপেনার। দলীয় ১৮ রানেই ভাঙে ওপেনিং জুটি। এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে তামিম-শান্তর জুটি বড় কিছুরই আভাস দিচ্ছিল। কিন্তু গত ম্যাচের মতো ইনিংস বড় করতে পারেননি শান্ত। দারুণ খেলতে থাকা তাঁর ইনিংস শেষ হয়েছে ৩৫ রানে। এতে তামিমের সঙ্গে শান্তর ৪৯ রানের জুটি ভাঙে। 

রনি, শান্তর আউটের পর উইকেটে আসেন লিটন। তামিমের সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়ে ওঠে লিটন দাসের। কিন্তু শান্তর মতো ইনিংসের পূর্ণতা দিতে পারেননি লিটনও। ৩ চার আর এক ছয়ে তাঁর ৩৫ রানের ইনিংসটি শেষ হয়েছে অফ স্পিনার অ্যান্ড্রু ম্যাকব্রাইনের বলে। ম্যাকব্রাইনকে লং অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে অ্যাডাইরের হাতে ক্যাচ দিয়েছেন লিটন। তামিমের সঙ্গে তাঁর জুটি থেকে উঠেছে ৭৬ বলে ৭০ রান। লিটনের পর উইকেটে এসেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তাওহীদ হৃদয়। ২৮ তম ওভারের শেষ বলে জর্জ ডকরেলকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয়। ১৩ রান করেছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। 

সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে খেলতে থাকেন তামিম। ওয়ানডে ক্যারিয়ারের ৫৬ তম ফিফটি পেয়েছেন তিনি। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি। ৩৪ তম ওভারের তৃতীয় বলে ডকরেলের বলে আউট হয়েছেন তামিম। ৮২ বলে ৬৯ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এরপর ষষ্ঠ উইকেটে দারুণ জমে ওঠে মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের জুটি। এই দুই ব্যাটার যোগ করেছেন ৭২ বলে ৭৫ রান। তবে মুশফিকের আউটের পরই ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। ৫ উইকেটে ২৬১ রান থেকে ২৭৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৭ বল আগেই শেষ হয়েছে তামিমের দল।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন