হোম > খেলা > ক্রিকেট

বাবা হারালেন রুবেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মারা গেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বাবা। আজ নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তাঁর বাবা সিদ্দিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।

বাব হারানোর দুঃসংবাদ দিয়ে আজ সকালে নিজের ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’ 

জানা গেছে, এক বছরেরও বেশি সময় ধরেই পক্ষাঘাত (প্যারালাইসিস) রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন রুবেলের বাবা। একাধিকবার ব্রেন স্ট্রোক করেছিলেন সিদ্দিকুর রহমান। গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে বাবার অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন রুবেল।

রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হওয়ার পেছনে যে মানুষটা আমার জীবনে সুপারহিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবৎ প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

দোয়া চেয়ে রুবেল আরও লিখেছিলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন (আমিন)। মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সবকিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন