হোম > খেলা > ক্রিকেট

রড মার্শের বিদায়ে শোক জানিয়ে নিজেই বিদায় নিলেন ওয়ার্ন

ফক্স স্পোর্টসের এক খবর মুহূর্তেই ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিল আজ। সন্ধ্যা ৮টায় তাদের দেওয়া ব্রেকিং নিউজ সত্যিকার অর্থেই ক্রিকেটভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে। যে শেন ওয়ার্নের বিদায় সংবাদ নিয়ে এল শোকের আবহ, সেই কিংবদন্তি লেগিই মৃত্যুর কিছুক্ষণ আগে সত্তর দশকের অস্ট্রেলিয়ার উইকেটকিপার রড মার্শের বিদায়ে শোক জানিয়ে টুইট করেছিলেন। 

নিজের করা শেষ টুইটে রড মার্শকে উদ্দেশ্য করে শেন ওয়ার্ন লেখেন, ‘রড মার্শের চলে যাওয়ার খবরে ভীষণ দুঃখ পেয়েছি। এই খেলার একজন কিংবদন্তি যেমন ছিলেন, তেমনি ছিলেন বহু ছেলে-মেয়ের অনুপ্রেরণার উৎস। রড ক্রিকেটকে গভীরভাবে অনুভব করতেন, বিশেষত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের (ক্রিকেট) খেলোয়াড়দের জন্য তিনি অনেক কিছু দিয়ে গেছেন। রড ও তাঁর পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা।’সদ্যবিদায়ী সতীর্থের আত্মার শান্তি কামনা করে শেন নিজের টুইটটি শেষ করেন। 

শেন ওয়ার্ন এই টুইট করেছিলেন আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে। আর সন্ধ্যা ৮টার দিকে আসে তাঁর মৃত্যুর খবর। 

নিঃসন্দেহে আজ অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য অনেক বড় শোকের দিন। এত কম সময়ের ব্যবধানে রড মার্শ ও শেন ওয়ার্নের মতো ক্রিকেট কিংবদন্তিকে হারানো শুধু অস্ট্রেলিয়া নয়, গোটা বিশ্বকেই স্তম্ভিত করে দিয়েছে।

আরও পড়ুন:

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন