বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে নিজেদের খেলা শেষে আজ দুপুরেই ঢাকায় এসেছে ফরচুন বরিশাল। রাজধানী বসেই এক দুঃসংবাদ পেলেন দলটির কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের দায়ে জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে।
আজ রাতে সোহানের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছে, জানিয়েছে, সোহান বোর্ডের আচরণবিধির ২.৪ ধারা লঙ্ঘন করেছেন। তাই ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সঙ্গে শৃঙ্খলা সংক্রান্ত রেকর্ড এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। সোহান শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল স্বাগতিক সিলেট সানরাইজার্সের বিপক্ষে ইনিংসের ১৪ তম ওভারে বল হাতে নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের প্রথম বলে পরাস্ত হন সিলেট অধিনায়ক রবি বোপারা। এই সুযোগে বোপারাকে স্টাম্পিং করেন বরিশাল উইকেটরক্ষক সোহান।
এরপর বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে অনফিল্ড আম্পায়ারকে টিভি আম্পায়ারের কাছে রিভিউয়ের জন্য ইশারা করেন। বিষয়টি ভালোভাবে নেননি ম্যাচ অফিশিয়ালরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও মোজাহিদুজ্জামান স্বপন, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার আলী আরমান রাজন।
তাঁদের অভিযোগ আমলে নিয়ে সোহানকে শাস্তি দেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।