নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হারারে টেস্টে প্রত্যাবর্তন রাঙিয়ে ১৫০ রানের দারুণ ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ইনিংসটি খেলার পরই আকস্মিকভাবে তিনি সতীর্থদের জানিয়ে দেন, ‘এটাই আমার শেষ টেস্ট।’ বিসিবি আটকানোর চেষ্টা করলেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন মাহমুদউল্লাহ। এরপর টেস্টের শেষ দিনে সতীর্থরা গার্ড অব অনারে সম্মান জানিয়ে টেস্ট থেকে বিদায়ও দেন মাহমুদউল্লাহকে। সেই ঘটনার পর কেটে গেছে বেশ কদিন। কিন্তু এখনো ঘুরেফিরে আসছে মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গ। এ যেন শেষ হয়েও হইল না শেষ!
ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনে আজ আরেকবার উঠল মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গ। তবে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তামিম ইকবাল যেন একটু বিরক্তই। ‘এখনো কি মাহমুদউল্লাহর অবসর ঘটনার হ্যাংওভার রয়ে গেছে—’এমন প্রশ্ন উঠতেই তামিম বলে উঠলেন, ‘এটা একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাকে সম্মান জানাতে হবে। এখানে হ্যাংওভার বা হতাশ হওয়ার কোনো কিছু নেই।’
তামিমের ভাবনায় এখন শুধুই ওয়ানডে সিরিজ। তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা এ ব্যাপারে খুব বেশি কথা বলতে চাই না। রিয়াদ ভাই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা এখন দলের পারফরম্যান্সেই মনোযোগ রাখছি। এটা শুধু বলার জন্য বলছি না। আমাদের সঙ্গে থাকলে বুঝতেন আসলেই এটা নিয়ে আমরা এক ফোঁটা চিন্তাগ্রস্ত না।’
মাহমুদউল্লাহর অবসরের পেছনে ‘উপেক্ষার জবাব’–কথাটিই বেশি সামনে এসেছে। যদিও মাহমুদউল্লাহ নিজে এখনো অবসর নিয়ে কিছু বলেননি। হারারে টেস্ট শেষে লাল বলের অধিনায়ক মুমিনুল হকও এড়িয়ে গিয়েছিলেন অবসর প্রসঙ্গ। আজ তামিমও সেই প্রসঙ্গ এড়াতে চাইলেন। বললেন, ‘এটা নিয়ে (মাহমুদউল্লাহর অবসর) নতুন করে কিছু বলার নেই। আর সামনেও বলার কিছু থাকবে না। যা হওয়ার হয়ে গেছে।’