হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ড সিরিজে রোহিতকে নিয়ে দোটানায় ভারত, কোহলি কী করবেন

ক্রীড়া ডেস্ক    

রোহিত-কোহলির একসঙ্গে ইংল্যান্ড সিরিজে খেলার সম্ভাবনা কম। ছবি: সংগৃহীত

সীমিত ওভারের ক্রিকেটে সময়টা ভালোই যাচ্ছে রোহিত শর্মার। সাড়ে ৮ মাস ব্যবধানে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। সেই তুলনায় টেস্টে কিছুটা ম্লান তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাজে পারফরম্যান্সের কারণে অনেক সমালোচিত হয়েছেন।

শোনা যাচ্ছে, টেস্টে ফিরতে রোহিতের আরও বেশি সময় লাগবে বলে শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র আজকের এক প্রতিবেদনে জানা গেছে, এ বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে রোহিত নিজেকে সরিয়ে নিতে পারেন। প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, রোহিত নাকি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। রোহিত না থাকলেও বিরাট কোহলির ইংল্যান্ড সিরিজে খেলার সম্ভাবনা বেশি বলে সূত্র জানিয়েছে। ২০ জুন লিডসে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

রোহিতের নেতৃত্বে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করে ভারত। তখনো পর্যন্ত ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত ছিল ভারতের। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ভারত ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার পরই পাল্টাতে থাকে দৃশ্যপট। এই সিরিজে অধিনায়ক, ব্যাটার রোহিত সব দিক থেকেই ব্যর্থ হয়েছেন। অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারত হারে ৩-১ ব্যবধানে। তাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যায় ভারত।

নিউজিল্যান্ড সিরিজে রোহিতের তো একটা ফিফটি ছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের পাঁচ ইনিংস মিলে করেছেন ৩১ রান। এই তিন ম্যাচে রোহিত খেলেছেন অধিনায়ক। মেলবোর্নে বক্সিং ডে টেস্টটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে রোহিতের এখন পর্যন্ত শেষ ম্যাচ। কোহলিও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আহামরি ফর্মে ছিলেন না। পার্থে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ছাড়া আর কোনো ম্যাচে তাঁর ব্যাট হাসেনি।

বিসিবি সভাপতির কাছেও ব্যাটিং পজিশন ঠিক করার আবদার মিরাজের

ইমনের রেকর্ড ফিফটিতে শান্তদের ৪০ বলে খেলা শেষ

‘ধোনির আইপিএল থেকে আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল’

আইপিএলে শেন ওয়ার্নের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার, আর্চারের রসিকতা

দর্শকদের মারতে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারের ঘটনায় মুখ খুলল পিসিবি

শান্ত-হৃদয়দের খেলাতে বিসিবিকে চিঠি

তামিমের জায়গায় যেভাবে মোহামেডান সামলাবেন হৃদয়

‘লিটনকে আগে দলে জায়গা পেতে হবে, তারপর অধিনায়কত্ব’

উন্নত চিকিৎসা করাতে সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

মেজাজ হারিয়ে দর্শকদের মারতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার