হোম > খেলা > ক্রিকেট

‘ঘুমন্ত’ লিটনকে একাদশে দেখে অবাক ওয়াসিম

বাংলাদেশের ওপেনাররা ব্যাট হাতে নামবেন, বাজে শট খেলবেন আর আউট হয়ে নত শিরে মাঠ ছাড়বেন—এ দৃশ্য দেখতে দেখতে এত দিনে দেশবাসী ক্লান্ত হয়ে পড়ার কথা!

দৃশ্যটির মঞ্চায়ন যাঁরা নিয়মিত করেন, তাঁদের অন্যতম লিটন দাস। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন যাচ্ছেন এ ওপেনার। 

ব্যাটিংয়ে লম্বা সময় ধরে বড় ইনিংস খেলতে পাচ্ছেন না লিটন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দু-দুটি সহজ ক্যাচ ছেড়ে তো খলনায়কই বনে গেছেন। এরপর থেকে সমালোচকদের ছোড়া তিরে বিদ্ধ হচ্ছেন তিনি।

সে সমালোচনায় এবার যোগ দিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার বিস্মিত হয়েছেন ব্যর্থ লিটন বারবার সুযোগ পাওয়ায়। ওয়াসিমের ভাষ্য, ‘লিটনকে তো প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। বাছাই পর্বের (প্রথম রাউন্ড) ম্যাচগুলোতেও সে রান করতে পারেনি, ভালো ফিল্ডিংও করছে না। জানি না, সে দলে কেন আছে।’ 

পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা ওয়াসিম আরও বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ (শ্রীলঙ্কার বিপক্ষে) খুব ভালো ব্যাটিং করেছে। শারজার উইকেটে ১৭০ রান অনেক। এখানে আইপিএলে লো স্কোরিং ম্যাচ হয়েছে। শ্রীলঙ্কার ৪ উইকেট ফেলে দেওয়ার পর ভালো সুযোগ তৈরি হয়েছিল।’ 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ