Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

পিএসএলে অশোভন আচরণ করলেন আমির 

ক্রীড়া ডেস্ক

পিএসএলে অশোভন আচরণ করলেন আমির 

মাঠের পারফরম্যান্সের বাইরে এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেকে আলোচনায় রাখছেন মোহাম্মদ আমির। হতাশাগ্রস্ত হয়ে নিজের রাগ ঝারছেন বিপক্ষ দলের খেলোয়াড়দের ওপর। গতকাল লাহোর কালান্দার্সের এক ব্যাটারকে আউট করে বাজে উদযাপন করেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংসের প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। কালান্দার্সের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভার বোলিং করতে এলেন আমির। ওভারের তৃতীয় বলে আমিরকে কাট করেছিলেন শাই হোপ। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরেন ইরফান খান নিয়াজি। হোপের উইকেট নিয়ে উদযাপনের সময় নিজের ঊরুতে চাপর মারেন আমির।

আগে ব্যাটিং করে গতকাল করাচি ৫ উইকেটে করেছিল ১৮৫ রান। ১৮৬ রান তাড়া করতে গিয়ে ১১৮ তে অলআউট হয়ে যায় লাহোর। ৬৭ রানে জিতে এই মৌসুমে প্রথম জয় পায় কিংস। আমির ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। 

এর আগে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের সঙ্গে বাজে আচরণ করেন আমির। বাবরের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তাছাড়া আমিরের নিয়মিত স্লেজিং তো রয়েছেই। আমিরের এমন কর্মকাণ্ড দেখে শহীদ আফ্রিদি কদিন আগে তাঁকে তিরস্কার করেছিলেন। আফ্রিদি বলেছিলেন, ‘তুমি কি চাও? ক্যারিয়ারে একটা কালো দাগ কাটিয়ে উঠে তুমি আবার ফিরেছো। সত্যি বলতে, তুমি নতুন জীবন পেয়েছ। আসলে তুমি কি করতে চাইছ?’

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ

‘বাংলাদেশে ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার খুব কম’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর

সাকিবের রেকর্ডটাও রেহাই পেল না কোহলির হাত থেকে

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে সেই অদৃশ্য ভয় নেই

পরিপূর্ণ দক্ষিণ আফ্রিকার সামনে প্রত্যয়ী কিউইরা

ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত