হোম > খেলা > ক্রিকেট

উমরের জরিমানা দিতে চাচ্ছেন কামরান

ঢাকা: ভাই-ভাইয়ের সম্পর্ক বুঝি এমনই। এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। পাকিস্তানের আকমল–ভাইয়ের ঘটনা এমনই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাড়ে ৪২ লাখ রুপি জরিমানা পরিশোধ করতে পারছেন না বলে ক্রিকেটে ফেরার রাস্তা বন্ধ উমর আকমলের। ছোট ভাই উমরকে ক্রিকেট ফেরানোর দায়িত্ব নিয়েছেন বড় ভাই কামরান আকমল। নিজের পিএসএল ফি থেকে হলেও ছোট ভাইয়ের জরিমানা দিতে রাজি কামরান।

গত মাসে পিসিবির সাড়ে ৪২ লাখ রুপি জরিমানা কিস্তিতে দিতে চেয়েছিলেন উমর। উমরের এই প্রস্তাব দ্রুত নাকচ করে দেয় পিসিবি। ছোট ভাইয়ের জরিমানাটা এখন দিতে চাচ্ছেন বড় ভাই কামরান। পিসিবির কাছে তাঁর অনুরোধ, ‘উমরের জরিমানা আমি দেব। টাকা কোনো ব্যাপার না। আপনারা চাইলে পিএসএল ফি থেকেও এই টাকা কেটে নিতে পারেন।’

গত বছরের পিএসএলের আগে পিসিবিকে ম্যাচ পাতানোর খবর জানাননি উমর। অপরাধ প্রমাণ হওয়ায় শাস্তি হিসেবে প্রথমে পিসিবি উমরকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালত নিষেধাজ্ঞার মাত্রা কমিয়ে ১২ মাসে নামিয়ে তো এনেছিলই, একই সঙ্গে সাড়ে ৪২ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও ধার্য করেছিল। এই টাকাটাই এখন দিতে পারছেন না উমর।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল