হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের আগেই ঝালিয়ে নেওয়ার সুযোগ তামিম-মাহমুদউল্লাহর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিঠের চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার কথা তামিম ইকবালের। গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর থেকে খেলার বাইরে তিনি। সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামার আগে তামিম অবশ্য প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন।

লম্বা সময় পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেকে বাজিয়ে দেখার সুযোগ পাবেন। সুযোগটা করে দিচ্ছে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্কোয়াডের মধ্যকার প্রস্তুতি ম্যাচের একটি সিরিজ। চট্টগ্রামে হবে এই সিরিজটি। চট্টগ্রামে আগামী পরশু থেকে শুরু হবে এই সিরিজটি। চার-পাঁচটি প্রস্তুতি ম্যাচের মধ্যে একাধিক ম্যাচ খেলতে পারেন মাহমুদউল্লাহ। তামিমের খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। শতভাগ ফিটনেস থাকলে তিনি অন্তত একটি ম্যাচ খেলবেন। 

এ ব্যাপারে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন আজকের পত্রিকাকে বলেছেন, তামিমের খেলা পুরোপুরি নির্ভর করছে তার ফিটনেসের ওপর। মাহমুদউল্লাহ এক বা দুইটা ম্যাচ খেলতে পারে। এশিয়া কাপ খেলে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা ১৬ সেপ্টেম্বর। পরদিনই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। বিশ্বকাপ ও চোটের কথা মাথায় রেখে এই সিরিজে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। 

অধিনায়ক সাকিব আল হাসান এর মধ্যে তাঁর এমন চাওয়ার কথা জানিয়েছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের বিশ্রামের আভাস পাওয়া গেছে।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান