হোম > খেলা > ক্রিকেট

বিজয়কে থামাতে পারছেন না কেউই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এনামুল হক বিজয়ের ব্যাটে রানের ফল্গুধারা চলছেই। আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন আবাহনীর ওপেনার। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৫৩ রানের ইনিংস খেলেছেন বিজয়। তাঁর ১২৭ বলের ইনিংসে ১৩ চারের সঙ্গে ৫টি ছক্কার মার রয়েছে। ৬২ বলে ৫ চারে পূর্ণ করেন ফিফটি। সেখান থেকে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরিতে পৌঁছাতে বিজয়ের দরকার পড়ে আর ৩৭ বল। ৩টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কা। 

তিন অঙ্ক ছুঁয়ে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় বিজয়কে। এক শ থেকে দেড় শতে যেতে খেলেন ২৬ বল। মারেন আরও ৩টি ছক্কা ও ৫টি চার। রুবেল হোসেনের বলে বিশাল চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে শেষ পর্যন্ত ১৫৩ রানে ফেরেন। 

গত আসরের রানের ধারাবাহিকতা এবারও ধরে রেখেছেন বিজয়। এর মধ্যে করে ফেলেছেন তিনটি সেঞ্চুরি, নামের পাশে যোগ হয়েছে ৬০০ ছুঁইছুঁই রান। এখন পর্যন্ত লিগে সাত ম্যাচ খেলেছেন বিজয়। ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে তাঁর রান ৫৭২। গত আসরে প্রাইম ব্যাংকের জার্সিতে ১৫ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে করেছিলেন রেকর্ড ১১৩৮ রান। এবারও সেই রেকর্ডের পথেই ছুটছেন বিজয়।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন