হারারে টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ে বোলারদের সামনে বাংলাদেশের টপ অর্ডার আর মিডল অর্ডার কী কাঁপান কাঁপল! ৮ উইকেটে ২৯৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ আজ সেই জিম্বাবুয়ের বোলারদের কাঁপাচ্ছে! কাঁপাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বোলার তাসিকন আহমেদ আবির্ভূত হয়েছেন দুর্দান্ত ব্যাটসম্যান হিসেবে। অপরাজিত আছেন ৫২ রানে।
মাহমুদউল্লাহ–তাসকিন জুটিতেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি।
উইকেটের চারপাশে খেলেছেন দৃষ্টিনন্দন সব শট। তার খেলার ধরনে জিম্বাবুয়ের বোলারও নিশ্চয় হতাশ হয়েছেন। ৮ উইকেটে ২৯৪ রানে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। আগে দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তাসকিন দিনের শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সর্বোচ্চ নবম উইকেট জুটির নতুন রেকর্ড গড়েন এই দুজন।