Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বোলার তাসকিন জিম্বাবুয়ের বোলারদের কাঁপাচ্ছেন ব্যাট হাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বোলার তাসকিন জিম্বাবুয়ের বোলারদের কাঁপাচ্ছেন ব্যাট হাতে

হারারে টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ে বোলারদের সামনে বাংলাদেশের টপ অর্ডার আর মিডল অর্ডার কী কাঁপান কাঁপল! ৮ উইকেটে ২৯৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ আজ সেই জিম্বাবুয়ের বোলারদের কাঁপাচ্ছে! কাঁপাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বোলার তাসিকন আহমেদ আবির্ভূত হয়েছেন দুর্দান্ত ব্যাটসম্যান হিসেবে। অপরাজিত আছেন ৫২ রানে। 

মাহমুদউল্লাহ–তাসকিন জুটিতেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। 

মাহমুদউল্লাহ–তাসকিন জুটিতেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশদ্বিতীয় দিনে ব্লেসিং মুজরেবানির করা ৯২ তম ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদের দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ! শট দেখে বোঝার উপায় নেই দশে নামা পেসার তাসকিন। শুধু দুর্দান্ত ব্যাটিংই করেননি, কথা লড়াইয়েও দুর্দান্ত জিম্বাবুয়ের বোলারদের। আজ হারারে টেস্টের দ্বিতীয় দিন সকাল থেকেই ব্যাটিং ও শরীরি ভাষায় মুগ্ধতা ছড়িয়েছেন এই পেসার।

উইকেটের চারপাশে খেলেছেন দৃষ্টিনন্দন সব শট। তার খেলার ধরনে জিম্বাবুয়ের বোলারও নিশ্চয় হতাশ হয়েছেন। ৮ উইকেটে ২৯৪ রানে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। আগে দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তাসকিন দিনের শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সর্বোচ্চ নবম উইকেট জুটির নতুন রেকর্ড গড়েন এই দুজন।

মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি

পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্য ‘একদমই ফালতু’ বললেন গিলেস্পি

ভারতকে সাফল্য এনে দিলেও কমছে রোহিত-কোহলির বেতন

ভারত-নিউজিল্যান্ডের ফাইনালে জড়াল পাকিস্তান

বরুণকে আটকানোর কৌশল খুঁজছে নিউজিল্যান্ড

রোববারের ফাইনালে ভারতের হারই বেশি

বাবরের বাবাকে এবার একহাত নিলেন পাকিস্তানি ক্রিকেটার

‘ভারত খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, পাকিস্তানের লক্ষ্য শুধুই টাকা’

ইয়াসিরের ক্যারিয়ারসেরা সেঞ্চুরির দিনে সৌম্যর ডাক, সাইফ-আফিফের আক্ষেপ

অবসরের দুই দিন পরই আইসিসির সেরাদের তালিকায় স্মিথ