হোম > খেলা > ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসের সময় শান্ত জানিয়েছেন, শুরুতে উইকেটে সিম ও সুইং সুবিধা কাজে লাগাতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা বলছেন, প্রথম ৬ ওভার দেখেশুনে খেলতে চান তাঁরা।

চোট কাটিয়ে বাংলাদেশের একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। চোটের কারণেই নেই আরেক পেসার শরীফুল ইসলামকে। লিটন দাস থাকায় সুযোগ হয়নি জাকির আলী অনিকের। তিন পেসার—তাসকিন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমানের সঙ্গে স্পিনে আছেন রিশাদ হোসেন, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

লঙ্কান একাদশে অধিনায়ক হাসারাঙ্গার সঙ্গে আছেন দুই স্পিনার মহীশ তিকসানা ও  ধনঞ্জয়া ডি সিলভা। অবশ্য দুই পেসার মাতিশা পাতিরানা ও নুয়ান তুষারা ছাড়া পেস বল করার জন্য আছেন দুই অভিজ্ঞ দাসুন শানাকা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে জায়গা হারিয়েছেন সাদিরা সামারাবিক্রমা। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামলেও শ্রীলঙ্কা খেলছে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা প্রোটিয়াদের বিপক্ষে হেরেছে ৬ উইকেটে।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: কামিন্দু মেন্ডিস, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, চরিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকসানা, মাথিশা পাতিরানা, নুয়ান তুষারা।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন