শহীদ আফ্রিদি ও শাহিন শাহ আফ্রিদি তাহলে আনুষ্ঠানিকভাবে শ্বশুর-জামাই হয়েই গেলেন। আনসা আফ্রিদির সঙ্গে গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শাহিন। কন্যা-জামাতাকে অভিনন্দন জানালেন শহীদ আফ্রিদি।
শহিদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে শাহিনের বিয়ে অবশ্য ঠিক হয়েছিল দুই বছর আগেই। তখনই বলা হয়েছিল, শাহিন-আনশার বিয়ে হবে ২০২৩-এর ৩ ফেব্রুয়ারি। করাচির জাকারিয়া মসজিদে গতকাল আনশা ও শাহিনের বিয়ে পড়ান মওলানা আব্দুস সাত্তার।
শাহিন-আনশাকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনিং অলরাউন্ডার আজ তাঁর ফেসবুক পেইজে লিখেছেন, ‘মেয়েরা বাগানের সবচেয়ে সুন্দর ফুল, যারা আশীর্বাদসহ ফোটে। মেয়েকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন। মেয়েকে আপনি আপনার হৃদয় দিয়ে ভালোবাসেন। অভিভাবক হিসেবে আমি আমার মেয়ের বিয়ে দিলাম শাহিন আফ্রিদির সঙ্গে। দুজনকেই অভিনন্দন।’