ক্রীড়া ডেস্ক
সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে করুণ দৃশ্য। বন্যায় তলিয়ে যাচ্ছে অসংখ্য ঘরবাড়ি। গৃহহীন ব্যক্তিরা অসহায়ের মতো নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরছেন। বাংলাদেশের বন্যার্তদের দেখে কষ্ট লুকোতে পারেননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তাওহীদ হৃদয়।
পার্বত্য চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লার হাজার হাজার মানুষ বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন। অনেক এলাকায় বৈদ্যুতিক গোলযোগও সৃষ্টি হয়েছে। পাশাপাশি তাঁরা বিশুদ্ধ খাবার, পানি, ঔষধের অভাব বোধ করছেন। বন্যার্তদের জন্য এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হৃদয়ের আকুল প্রার্থনা, সবাই যেন বন্যার্তদের পাশে দাঁড়ান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের ২৩ বছর বয়সী ক্রিকেটার লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি। ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার যে যেভাবে পারেন।’