নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাবা হয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল ঈদুল আজহার রাতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা। বাবা হওয়ার কথা সামাজিক যোগাযোগামধ্যমে এই ক্রিকেটার নিজেই নিশ্চিত করেছেন।
গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নবজাতক শিশুকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন সাইফউদ্দিন। ‘ভালোবাসা ও দোয়ার’ দুটি ইমোজি জুড়ে দিয়ে পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজকের পবিত্র ঈদের দিনে ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছে। সবাই দোয়া করবেন।’
গত বছরের মার্চে কাজী ফাতেমা তুজ জারাকে বিয়ে করেন ফেনীর ছেলে সাইফউদ্দিন। চোট কাটিয়ে লম্বা সময় পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ২৭ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া সাইফউদ্দিনকে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে রেখেছে বিসিবি। সামনে বেশ কিছু সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। নিজেকে প্রস্তুত রাখছেন এই অলরাউন্ডার।