বিনোদন ডেস্ক
ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চার বছর কেটে গেছে। তবে এখনো ভক্তরা তাঁকে ভুলতে পারেননি। এর মাঝেই অভিনেতার ভক্তরা পেলেন সুখবর। আবারও বড় পর্দায় ফিরেছেন তিনি, প্রেক্ষাগৃহে আবার মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতার সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির জীবনীচিত্রের ওপর নির্মিত সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। সিনেমাটিতে ধোনির চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুশান্ত।