হোম > খেলা > ক্রিকেট

ডোনাল্ডের চাওয়া তাসকিনের গতি আর আগ্রাসন 

বাংলাদেশের পেস বোলিং বিভাগের অন্যতম বড় অস্ত্র তাসকিন আহমেদ। কদিন আগে সেন্ট লুসিয়া টেস্টের সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন। ওই টেস্ট সিরিজে তাসকিন অবশ্য দলে ছিলেন না। তবু কথা প্রসঙ্গে তাসকিনের উদাহরণ দিয়েছেন সাকিব। তাসকিনের কাছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের প্রত্যাশাও একটু বেশি।

চোট কাটিয়ে প্রায় তিন মাস পর জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন তাসকিন। আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে। এ দুই সিরিজ সামনে রেখে গতকাল সেন্ট লুসিয়ায় দলীয় অনুশীলনে তাসকিন কাজ করেছেন ডোনাল্ডের সঙ্গে। সেখানে ডোনাল্ড তাঁকে গতি আগ্রাসন ধরে রাখার বার্তা দিয়েছেন। 

অনুশীলন শেষে তাসকিন জানালেন কী নিয়ে কথা হয়েছে ডোনাল্ডের সঙ্গে। তাসকিন বলেন, ‘ম্যাচে আমার ভূমিকাটা কী হবে, ওটাই কোচ বোঝাতে চাইছিলেন। তিনি বলেছেন, “তুমি যে ধরনের বোলার, তোমার ভূমিকা হবে সব সময় গতিময় বোলিং করা এবং আক্রমণাত্মক থাকা। এটা করতে গিয়ে কখনো তুমি অনেক রান দিয়ে দেবে। আবার কখনো একাই ম্যাচ জিতিয়ে দেবে। তবে তুমি তোমার এই ভূমিকা থেকে কখনো সরবে না।”’

বদলে যাওয়া তাসকিনের তূণে সবচেয়ে বড় দুই অস্ত্রই তো এই গতি আর আগ্রাসন। তাই ছন্দ ধরে রাখতে পারলে কাজটা তাঁর জন্য কঠিন হবে না। দীর্ঘদিন পর জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে উচ্ছ্বসিত তাসকিন বলেছেন, ‘আল্লাহর রহমতে খুবই ভালো লাগল যে প্রায় তিন মাস পর দলের সঙ্গে পুরোপুরি একটা অনুশীলন সেশন করলাম। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং—সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল, এরপর যখন শুরু করলাম, সবকিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।’

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন