হোম > খেলা > ক্রিকেট

দলে না থাকলেও হাসানদের যে কারণে দুবাইয়ে নিচ্ছে বিসিবি

আজকের পত্রিকা ডেস্ক­

চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকলেও হাসান মাহমুদ যাচ্ছেন দুবাইয়ে। ছবি: ক্রিকইনফো

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের সঙ্গে পেসার হাসান মাহমুদকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির এক সূত্র জানিয়েছে, হাসান মাহমুদ একা নন, বোর্ড নিজ খরচে আরও তিন-চার পেসারকে প্রস্তুতি ক্যাম্পে যুক্ত করছে। দলের অনুশীলনে মানসম্পন্ন পেসার রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১২ জানুয়ারি ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন দাস ও শরীফুল ইসলামের না থাকাটা চমকই বলা চলে। চূড়ান্ত দলে জায়গা না হলেও বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে হাসানকে প্রস্তুতি ক্যাম্পে রাখা হয়েছে। এছাড়া শুরু থেকেই ক্যাম্পে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুশফিক হাসান। আজও তাঁদের অনুশীলনে দেখা গেছে।

তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান—বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মূল দলে আছেন এই চার পেসার। ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল