ক্রীড়া ডেস্ক
২০২৩ আইপিএলে যেন হাসতেই ভুলে গেছে রোহিত শর্মার ব্যাট। ছন্দে না থাকায় নিয়মিত বিদ্রুপের শিকার হচ্ছেন তিনি। ভারতীয় এই ব্যাটারের সমালোচকদের এবার একহাত নিলেন আকাশ চোপড়া।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ানস। সচরাচর ওপেনার হিসেবে ব্যাটিং করা রোহিত এই ম্যাচে খেললেন তিন নম্বরে। আর তিন নম্বরে নেমে ৩ বলে ০ রান করে আউট হলেন। ১৬ বার ডাক মেরে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ডাক মারার বিব্রতকর রেকর্ড গড়েন ভারতীয় এই ব্যাটার। ধারাভাষ্য দেওয়ার সময় কৃষ্ণামাচারি শ্রীকান্ত বলেন, ‘রোহিতের নিজের নাম পরিবর্তন করে ‘নো হিট শর্মা’ রাখা উচিত। এমআইয়ের (মুম্বাই) অধিনায়ক হলে একাদশেও রাখতাম না।’ রোহিতকে নিয়ে এমন বিদ্রুপ পছন্দ হয়নি আকাশ চোপড়ার। ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক টুইট করেন, ‘সাবেক ক্রিকেটাররা যখন বিদ্রুপ করার দায়িত্ব পালন করেন, তখনই আপনি জানবেন যে ব্যাপারটা কতটুকু নিচে নেমে গেছে।’
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেন রোহিত। ১৮.৪০ গড় ও ১২৬.৯০ স্ট্রাইক রেটে করেছেন ১৮৪ রান। একটা ফিফটি করেছেন এই মৌসুমে। যে ফিফটিও আইপিএলে পেয়েছেন ২০২১ এর পর।