Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

এবার পাওয়ার প্লে কাজে লাগালেও ৩ উইকেট নেই বাংলাদেশের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার পাওয়ার প্লে কাজে লাগালেও ৩ উইকেট নেই বাংলাদেশের 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ রান আজ নেদারল্যান্ডসের বিপক্ষে তুলেছে বাংলাদেশ। ৯.০০ ইকোনমিতে তারা তুলেছে ৫৪ রান। স্কোরে ভালো রান জমা হলেও দলকে কিছুটা চাপে ফেলে গেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। 

যুক্তরাষ্ট্রের উইকেট ধীর গতির হওয়ায় ব্যাটাররা একদমই সহায়তা পাননি। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অবশ্য আজ ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হচ্ছে ভালো সহায়তাই পাচ্ছেন উইকেট থেকে। কিন্তু সেই সুযোগ লাগাতে ব্যর্থ হয়েছেন শান্ত-লিটন। দুজনই ফিরেছেন ব্যক্তিগত ১ রান করে। 

প্রথম দুই ম্যাচের মতো নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশের ওপেনিং জুটি দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। আজ ওপেনিং জুটি ভেঙেছে ৩ রানে। তিন নম্বর থেকে পজিশন বদলে ওপেনিংয়ে ব্যাটিং করলেও ভাগ্য বদলায়নি শান্তর। দ্বিতীয় ওভারেই ফিরেছেন ড্রেসিংরুমে। 

দুই ওপেনার বাঁহাতি হওয়ায় স্পিনার আরিয়ান দত্তকে বোলিং আক্রমণে নিয়ে আসে নেদারল্যান্ডস। প্রথম দুই ম্যাচে যিনি দলের একাদশেই সুযোগ পাননি। তাঁর প্রথম ওভারের দ্বিতীয় বল রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে বিক্রমজিত সিংকে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। ফিরেছেন ৩ বলে ১ রান করে। 

নিজের দ্বিতীয় ওভারে আরিয়ান ফেরান লিটন দাসকে। ২ বলে রান করা লিটন স্লগ সুইপে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মিডউইকেটে। স্কয়ার লেগ থেকে মিডউইকেটে ছুটে গিয়ে ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ নিয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। লিটনের পর ফিরে গেছেন দুর্দান্ত শুরু করা তানজিদ হাসান তামিমও। ৩৫ রানে আউট হয়েছে বাঁহাতি ব্যাটার। 

এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেটে ৭৩ রান। ২৯ রান করা সাকিব আল হাসানকে সঙ্গ দিচ্ছেন তাওহিদ হৃদয়। ২ রানে অপরাজিত আছেন হৃদয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

কোহলি-রোহিতদের জন্য আইপিএলেও কড়া নিয়ম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে ভারতের লক্ষ্য ২৬৫

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক, বাদ বাবর-রিজওয়ান

ভারতীয় ক্রিকেটারদের হঠাৎ কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিউজিল্যান্ড ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বড় দুশ্চিন্তা

৪ রানে ৬ উইকেট শেষ, ঢাকা লিগে বিজয়দের বাজে হার