হোম > খেলা > ক্রিকেট

কোহলির রানক্ষুধাকে যেভাবে দেখেন শচীন

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত অনেক কিছুই অর্জন করেছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ রান, ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেওয়াসহ আরও অনেক কিছু, বিশ্বকাপে যার ফল হাতেনাতেও পেয়েছেন ভারতীয় ব্যাটার।

দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন কোহলি। আর যাঁর সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন, সেই শচীনের কাছ থেকে পেয়েছেন অভিনন্দন বার্তা। ক্যারিয়ারের শুরু থেকে বিনোদন দেওয়ার জন্য অবশ্য আরও অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়ে আসছেন তিনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এলেও আরও কয়েক বছর এভাবে বিনোদন দিয়ে যাবেন কোহলি—এমনটিই আশা শচীনের।

কোহলির মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে বলে মনে করেন শচীন। ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে এমনটিই জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি মালিক বলেছেন, ‘তার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। এবং অনেক রানও করা বাকি রয়েছে। প্রচুর ক্ষুধা এবং ইচ্ছা তাকে দেশের জন্য আরও কিছু অর্জনে সহায়তা করবে।’

নিজের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙা নিয়েও কথা বলেছেন শচীন। তিনি বলেছেন, ‘খুব খুশি যে সে এটা করতে পেরেছে। আমি নিশ্চিত যাত্রাটা এখনই থামছে না। রেকর্ডটি ভারতে থেকে যাওয়ায় খুশি হয়েছি। সব সময় বলে এসেছি, রেকর্ডটি ভারতের এবং ভারতের কাছেই রয়েছে।’

বিশ্বকাপে ১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে রেকর্ড ৭৬৫ রান করেছেন কোহলি। তিন সেঞ্চুরির বিপরীতে ৬ ফিফটি হাঁকিয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। সর্বোচ্চ স্কোর ছিল ১১৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরির ফিফটি করেছেন তিনি। ৪৯ সেঞ্চুরি নিয়ে তাঁর পরেই আছেন শচীন।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন