হোম > খেলা > ক্রিকেট

‘এবার ফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড’

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের মতো টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আর তা নিয়ে ভবিষ্যদ্বাণী হবে না—এমনটা হতে পারে না। ওয়ানডে বিশ্বকাপ হতে এখনো দেড় মাসের বেশি সময় বাকি থাকলেও ইতিমধ্যে জ্যোতিষবিজ্ঞানের চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে নিজেদের চার সেমিফাইনালিস্টের নাম জানিয়েছেন বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রারা। 

এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন এবি ডি ভিলিয়ার্স। শেষ চারে জায়গা পাবে এমন চার দলের নাম জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার। তাঁর মতে, ভারতের সঙ্গে সেমিতে এশিয়ার বাইরের তিন দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড খেলবে।

নিজের ইউটিউব চ্যানেলে এমনটি জানিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘নিঃসন্দেহে, ভারত। মনে করি আবার তারা বিশ্বকাপ জিততে পারে। এটি রূপকথার বিশ্বকাপ হতে যাচ্ছে। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বড় তিন দল সুযোগ পেতে যাচ্ছে। এরপর বলতে চাই দক্ষিণ আফ্রিকার কথা। যদিও পাকিস্তানের খুব ভালো সুযোগ রয়েছে। তবে চতুর্থ দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকেই বেছে নেব।’ 

শেষ চারের নাম নিয়েই থামেননি ডি ভিলিয়ার্স। ফাইনালে কোন দুটি দল খেলবে, সেটিও জানিয়ে দিয়েছেন দ্রুততম সেঞ্চুরির মালিক। ফাইনালে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে বলে জানিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী সাবেক প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘ইংল্যান্ড-ভারত ফাইনাল খেলবে। যদি দল দুটি ফাইনালে উঠতে পারে তাহলে দুর্দান্ত হবে। তবে আমার খুব করে চাওয়া, আমার দক্ষিণ আফ্রিকার ছেলেরা সেখানে থাকুক।’ তাঁর এমনটা চাওয়া স্বাভাবিক। বেশ কয়েকবার সেমিতে খেলার পরও যে তাঁদের ফাইনালে ওঠা হয়নি।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন