হোম > খেলা > ক্রিকেট

৪১ রানই করতে পারল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে শেষ বল পর্যন্ত।  ৪১ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ থেমে গেছে ৩৭ রানে। বৃষ্টি আইনে ৩ রানে হেরে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ অনেকটা জটিল হয়ে গেল বাংলাদেশের।  

বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। ১২ রানে ২ উইকেট হারালেও নিগার সুলতানা জ্যোতি-রুমানা আহমেদের ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে এগোতে থাকে বাংলাদেশ। শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৪ রান, হাতে ৮ উইকেট। তবে ৬ষ্ঠ ওভারে ৪ উইকেট পড়তেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৭ ওভারে ৭ উইকেটে ৩৭ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন  শ্রীলঙ্কার ইনোকা রনবীরা।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। ১৮.১ ওভারে ৫ উইকেটে ৮৩ রান করে লঙ্কানরা। লঙ্কানদের সর্বোচ্চ ইনিংসটা এসেছে নিলাক্ষী ডি সিলভার কাছ থেকে, করেছেন ৩১ বলে ২৮ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে রুমানা নিয়েছেন ২ উইকেট।

বৃষ্টিবাধায় ছোট হয়ে আসা শ্বাসরুদ্ধকর ম্যাচটা হেরে কঠিন সমীকরণের মারপ্যাঁচে পড়ে গেছে বাংলাদেশ। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে জ্যোতির দল এখন আছে পাঁচে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন