Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

রেকর্ড গড়া বোলিং হাসানের, আরও যত কীর্তি চেন্নাই টেস্টে

ক্রীড়া ডেস্ক

রেকর্ড গড়া বোলিং হাসানের, আরও যত কীর্তি চেন্নাই টেস্টে

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন ফলোঅনে পড়া বাংলাদেশকে আর ব্যাটিংয়ে পাঠায়নি ভারত। স্বাগিতকেরা দ্বিতীয় ইনিংস শুরু করে দিন পার করেছে স্বস্তিতে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হলো বেশ কিছু রেকর্ড। সংখ্যায় সংখ্যায় ও তালিকায় দেখে নেওয়া যাক সেসব—


টেস্টে এ নিয়ে ৪ ম্যাচে দুইবার ৫ উইকেট পেলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৪ বার ৫ উইকেটের কীর্তি আছে শাহাদাত হোসেনের (৩৮ ম্যাচ)। ৯ ম্যাচে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন রবিউল ইসলামও। 

১৯৯
চেন্নাই টেস্টে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্চিন জুটির রান। বাংলাদেশের বিপক্ষে টেস্টে যেকোনো উইকেট জুটিতে ভারতের হয়ে এটি চতুর্থ সর্বোচ্চ। 

৩৭৬
১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর ভারত পরে করে আরও ২৩২ রান। ১৫০-এর নিচে এত উইকেট হারানোর পর এটিই টেস্টে তাদের সর্বোচ্চ স্কোর আর দ্বিতীয় সর্বোচ্চ রান যোগ স্কোরবোর্ডে। 

১০৯৪
যশস্বী জয়সওয়ালের টেস্ট রান। নিজের প্রথম ১০ টেস্টে তাঁর চেয়ে বেশি রান করতে পেরেছিলেন শুধু তিন জন—ডন ব্রাডম্যান (১৪৪৬), এভারটন উইকস (১১২৫) ও জর্জ হেডলি (১১০২)। ভারতীয়দের মধ্যে এ তালিকায় দুইয়ে আছেন সুনীল গাভাস্কার (৯৭৮)। 

৫/৮৩
চিপকে হাসান মাহমুদের বোলিং—ভারতের বিপক্ষে পঞ্চম বাংলাদেশ হিসেবে টেস্টে ৫ উইকেট পেলেন তিনি। ভারতের মাটিতে এটিই সেরা বোলিং কোনো বাংলাদেশির। এর আগে ২০১৯ সালে ইন্দোরে ১০৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন আবু জায়েদ। 


চেন্নাইয়ে টেস্টে ১ দিনে সর্বোচ্চ উইকেট পতন
উইকেট     দিন                     দল                   সাল
১৭              ২           বাংলাদেশ-ভারত          ২০২৪
১৫             ৩           ভারত-উইন্ডিজ             ১৯৭৯
১৫             ৪            ভারত-ইংল্যান্ড             ২০২১
১৫             ২            ভারত-ইংল্যান্ড             ২০২১


টেস্টের এক ইনিংসে বাংলাদেশি পেসারদের সর্বোচ্চ উইকেট
উইকেট    প্রতিপক্ষ             ভেন্যু                  সাল

১০             পাকিস্তান            রাওয়ালপিন্ডি        ২০২৪
৯               জিম্বাবুয়ে             বুলাওয়েও             ২০০১
৯               নিউজিল্যান্ড        হ্যামিল্টন             ২০০১
৯               শ্রীলঙ্কা                কলম্বো                 ২০০১
৯              নিউজিল্যান্ড        মাউন্ট মঙ্গানুই       ২০২২
৯              ভারত                  চেন্নাই                    ২০২৪

ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি, বিতর্কে নতুন মোড় দিলেন কামিন্স

বৃষ্টির পেটে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ইংল্যান্ডকে আবারও চমকে দিতে চায় আফগানিস্তান

বাংলাদেশকে হারাতে সেই চোটের ‘নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবাদিন

‘পাকিস্তান ক্রিকেট মরে গেছে’

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে কী বললেন পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, সেমির পথে এগিয়ে যাবে কে আজ