Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান, ফিরলেন বাবরও

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান, ফিরলেন বাবরও
অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে পাকিস্তানের অধিনায়কত্ব করবে রিজওয়ান, দলে ফিরলেন বাবরও। ছবি: এএফপি

ব্যক্তিগত ও দলের পারফরম্যান্স কোনোটি পক্ষে ছিল বাবর আজমের। শেষ পর্যন্ত ছাড়লেন পাকিস্তান দলের অধিনায়কত্ব। মানসিক সতেজতার জন্য ইংল্যান্ড সিরিজে শেষ দুই টেস্ট থেকেও বিশ্রাম দেওয়া বাবরকে। এবার ছুটি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন এই তারকা ক্রিকেটার। পিসিবি ঘোষণা করেছে নতুন নেতৃত্বও।

মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়কত্ব দিয়ে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য সাদা বলের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সালমান আলী আগাকে। বাবর ছাড়াও শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে ফেরানো হয়েছে অস্ট্রেলিয়া সফরের দলে।

কিছুটা অবাক করা যেন ছন্দে থাকা ফখর জামান ও ইমাম উল হককে দলে না রাখা। বাদ পড়েছেন অলরাউন্ডার শাদাব খানও। আগামী ৪ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান। ১৪ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

অস্ট্রেলিয়া সফরের পাকিস্তান দল

ওয়ানডে: আমির জামাল, আবদুল্লাহ শফিক, আরাফাত মিনহাজ, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি।

টি-টোয়েন্টি: আরাফাত মিনহাজ, বাবর আজম, হারিস রউফ, হাসিবউল্লাহ, জাহান্দাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ইরফান খান, নাসিম শাহ, ওমায়ের বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।

জিম্বাবুয়ে সফরের পাকিস্তান দল

ওয়ানডে: আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ইরফান খান, সায়েম আইয়ুব, আগা সালমান, শাহনেওয়াজ দাহানি ও তাইয়াব তাহির।

টি-টোয়েন্টি: আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাজ, হারিস রউফ, হাসিবউল্লাহ, জাহান্দাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, ইরফান খান, ওমায়ের বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহিবজাদা ফারহান, আগা সালমান, সুফিয়ান মোকিম, তাইয়াব তাহির ও উসমান খান।

কলকাতার ভরাডুবির দায় নিচ্ছেন ভারতীয় ক্রিকেটার

আইপিএলে এমন রুদ্ধশ্বাস ম্যাচ দেখেই হৃৎস্পন্দন বেড়ে গেছে পন্টিংয়ের

পাকিস্তান জয় করে ৩ লাখ রুপি পেলেন রিশাদ, কী বললেন তিনি

যুক্তরাষ্ট্রের যেখানে হবে ২০২৮ অলিম্পিকের ক্রিকেট

পাকিস্তান লিগে দুই ম্যাচ খেলেই সবার ওপরে রিশাদ

৭ কোটির খরচ ২৫ কোটি দেখিয়েছে বিসিবি

পাকিস্তানে জ্যোতিদের হ্যাটট্রিক জয়

ঢাকায় পা রাখলেন এরভিন-উইলিয়ামসরা

জ্যোতির ব্যাটিং তাণ্ডবে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

অবশেষে তামিমদের দলে মোস্তাফিজ