হোম > খেলা > ক্রিকেট

আগেভাগেই বাংলাদেশে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মঙ্গলবার বাংলাদেশ আসার কথা নিউজিল্যান্ড দলের। তবে নির্ধারিত সময়ের ৪ দিন আগেই চলে এলেন স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

আজ (শুক্রবার) সকাল সাড়ে আটটায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন গ্র্যান্ডহোম ও অ্যালেন। এর আগে ইংল্যান্ডে দ্য হানড্রেড টুর্নামেন্ট খেলছিলেন তাঁরা। 

নিউজিল্যান্ড সরকার নতুন করে লকডাউনের ঘোষণা দেওয়ায় ব্রিটিশ মুলুক থেকে দেশে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে গ্র্যান্ডহোম ও অ্যালেনকে। এই ধকল নিতে চাননি বলেই ইংল্যান্ড থেকে সরাসরি চলে এলেন লাল–সবুজের দেশে। 

জানা গেছে, বিমানবন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে এই অলরাউন্ডার গ্র্যান্ডহোম ও টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেনকে নিয়ে যাওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা। 

গ্র্যান্ডহোম ও অ্যালেনের মতো নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরাও ২৪ আগস্ট ঢাকায় পৌঁছে একই হোটেল উঠবেন। সবার কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন তাসমান সাগর পাড়ের প্রতিনিধিরা। 

আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩,৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। 

নিউজিল্যান্ড স্কোয়াড:  টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়াং এবং ব্লেয়ার টিকনার।

চট্টগ্রামে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি

রংপুরকে কি থামাতে পারবে দুর্বার রাজশাহী, খেলা দেখবেন কোথায়

বিপিএলে খেলার চেয়ে তামাশাই যেন বেশি হচ্ছে

বৃথা গেল নাঈমের লড়াই

বের করে দেওয়া হলো গায়ে ‘সাকিব’ লেখা দর্শকদের

তামিমের মতো এত ছক্কা মারতে পারেননি কোনো বাংলাদেশি

ঢাকার জয়ের দিনে তামিমের আক্ষেপ, হেরে গেল চিটাগং

নিষিদ্ধ বোলার আলিস

বাংলার বাঘের অপেক্ষায় পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি

উইন্ডিজকে কীভাবে ঘায়েল করল বাংলাদেশ, জানালেন জ্যোতি

সেকশন