ক্রীড়া ডেস্ক
সানিয়া মির্জা এখন শোয়েব মালিকের জীবনে অতীত। এরই মধ্যে দুজনের হয়ে গেছে বিচ্ছেদ। বিচ্ছেদ হলেও তা নিয়ে আলাপ-আলোচনা চলছে। সেই আলোচনার মধ্যেই এক রহস্যজনক পোস্ট দিলেন সানিয়া মির্জা।
আয়নার সামনে দাঁড়িয়ে সানিয়া গত রাতে এক ছবি পোস্ট করেছেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত রাতে পোস্ট করেছেন ভারতীয় টেনিস তারকা। পোস্টে ক্যাপশন দিয়েছেন, ‘প্রতিফলন’। যদিও এমন পোস্টে কী বোঝাতে চেয়েছেন, তা সানিয়া নিজেই বলতে পারবেন। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রায় ৪ লাখ রিঅ্যাকশন পড়েছে তাঁর পোস্টে। হয়েছে একের পর এক মন্তব্যও। এর মধ্যে এক জন মন্তব্য করেছেন, ‘শোয়েব মালিক হেট বাটন’।
সানিয়া-মালিকের বিচ্ছেদ প্রসঙ্গে গত সপ্তাহেই খোলাসা করেছেন সানিয়ার বোন আনাম মির্জা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২১ জানুয়ারি এক বিবৃতি দিয়েছেন আনাম। টিম সানিয়া ও মির্জা পরিবারের পক্ষ থেকে তিনি বলেন, ‘সানিয়া সব সময়ই নিজের ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। অবশেষে আজ মনে হলো যে ঘটনা শেয়ার করা দরকার। শোয়েব ও তার (সানিয়া) কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে। শোয়েবের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ভক্ত-সমর্থকদের কাছে আমার অনুরোধ, তাকে নিয়ে যেন কেউ কোনো গুঞ্জন না ছড়ায়। সানিয়ার জীবনের প্রাইভেসি রক্ষার্থেই তাই অনুরোধ করছি।’
আরও পড়ুন: