হোম > খেলা > ক্রিকেট

কোহলির প্রশংসা না করায় সমালোচনার শিকার সৌরভ

ক্রীড়া ডেস্ক

চিন্নস্বামীতে গত পরশু একই ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শুভমান গিল। সৌরভ গাঙ্গুলী সামাজিক মাধ্যমে গিলের প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু কোহলির কথা উল্লেখ করেননি। ভারতীয় এই ব্যাটারের নাম না বলায় সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছেন সৌরভ। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গত পরশু প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। গুজরাটের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন কোহলি। এরপর গিল ৫২ বলে ৫ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। গুজরাটের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। গিলের প্রশংসা করে সৌরভ টুইট করেন, ‘এই দেশ শুভমান গিলের মতো দারুণ প্রতিভা তৈরি করেছে। দুটো অসাধারণ ইনিংস খেলল সে।’ কোহলির নাম উল্লেখ না করায় নেটিজেনরা সৌরভকে ধুয়ে দিয়েছেন। টুইটারে সৌরভের নাম উল্লেখ করে অনেকেই বিদ্রুপ করছেন। কারও মতে, সাবেক বিসিসিআই সভাপতি ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন, সৌরভ গাঙ্গুলী ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন। তিনি চাইলে কোহলির নামও উল্লেখ করতে পারতেন। তিনিও (কোহলি) ভালো খেলেছেন। কারও ধারণা, কোহলির প্রতি রাগ পুষে রয়েছেন সৌরভ, কোহলির নাম এবং তার সেঞ্চুরির কথা তিনি (সৌরভ) বলেননি। তাতে বোঝাই যাচ্ছে তার প্রতি কতটা ঘৃণা রয়েছে। তার নাম পর্যন্ত তিনি বললেন না। ভারতীয় ক্রিকেটের জন্য আপনি বা অন্য কারও চেয়ে বিরাট কোহলি অনেক বড় নাম। জয় প্যাটেল নামের একজন টুইট করেন, ‘আজ তো দাদা বেশ খুশি।’ 

বেঙ্গালুরুর হয়েই আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার ২৩৭ ম্যাচে ৩৭.২৫ গড় ও ১৩০.২৫ স্ট্রাইক রেটে করেন ৭২৬৩ রান। ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক করেন ৯৭৩ রান, যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। তখন ৪টি সেঞ্চুরি করেন কোহলি। ২০১৩, ২০১৬, ২০২৩—তিন আইপিএলেই ৬০০-এর ওপরে রান করেন তিনি। এবারের আইপিএলে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ৬৩৯ রান করেন ভারতীয় এই ব্যাটার।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন