ক্রিকেটে অস্ট্রেলিয়া মানেই যেন একের পর এক রেকর্ড। যাদের ক্যাবিনেট আইসিসি ইভেন্টের শিরোপায় ভরা, তারা রেকর্ড গড়বে না তো কারা গড়বে? পাগলা ঘোড়ার মতো ছুটে চলা অজিদের মুকুটে যোগ হয়েছে আরও এক রেকর্ড।
টেস্ট, টি-টোয়েন্টির কথা না হয় বাদই থাক। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয়রথ ছুটছে। হেডিংলিতে গত রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে টানা ১৪ ওয়ানডে জয়ের কীর্তি গড়ল অজিরা। জয়ের ব্যবধান বড় বলেও ইংলিশদের বিপক্ষে ম্যাচ অতটা সহজ ছিল না অজিদের জন্য। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৬.৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ২২১ রান। ২৫০ রান করাই যেখানে দূরের পথ মনে হচ্ছিল, সেখানে অ্যালেক্স ক্যারির বিচক্ষণ ব্যাটিংয়ে ২৭০ করে অজিরা। ইংল্যান্ডের শুরুটা আক্রমণাত্মক হলেও ৪০.২ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে ওয়ানডেতে টানা ম্যাচ জয়ের রেকর্ডে অস্ট্রেলিয়া উঠে এসেছে দুইয়ে। ওয়ানডেতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের কীর্তিও অজিদের।
২০০৩ সালে ওয়ানডেতে টানা ২১ ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনদের নিয়ে গড়া অজিরা ২১ বছর আগে কতটা ভয়ংকর দল ছিল, সেটা তো এই পরিসংখ্যানেই স্পষ্ট। সেই রেকর্ড গড়ার পথে অস্ট্রেলিয়া পন্টিংয়ের নেতৃত্বে জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ। জোহানেসবার্গে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ভারত।
২১ বছর পর অস্ট্রেলিয়া যখন এককভাবে দুইয়ে উঠল ওয়ানডেতে টানা ম্যাচ জয়ের রেকর্ডে, তখনো অজিরা জেতে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এবার মিচেল মার্শের নেতৃত্বাধীন অজিরা আরও তিন ওয়ানডে পাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। ৫-০ ব্যবধানে ইংলিশদের ধবলধোলাই গড়লে নতুন রেকর্ড গড়ার পথে অনেকটাই এগিয়ে যাবে অজিরা। এই সিরিজের পর অস্ট্রেলিয়া ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তারপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে অস্ট্রেলিয়া দুই মাস ব্যস্ত থাকলেও ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি তো রয়েছেই। কে বলতে পারে, অজিরা হয়তো কয়েক মাস পরই নিজেদের ২১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেবে!
ওয়ানডেতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়
ম্যাচ দল সময়
২১ অস্ট্রেলিয়া জানুয়ারি, ২০০৩ থেকে মে,২০০৩
১৪ অস্ট্রেলিয়া অক্টোবর, ২০২৩ থেকে চলছে
১৩ শ্রীলঙ্কা জুন, ২০২৩ থেকে সেপ্টেম্বর,২০২৩
১২ দক্ষিণ আফ্রিকা ফেব্রুয়ারি, ২০০৫ থেকে অক্টোবর, ২০০৫
১২ পাকিস্তান নভেম্বর, ২০০৭ থেকে জুন, ২০০৮
১২ দক্ষিণ আফ্রিকা সেপ্টেম্বর, ২০১৬ থেকে ফেব্রুয়ারি,২০১৭
*হেডিংলিতে ২০২৪-এর ২১ সেপ্টেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে পর্যন্ত
আরও খবর পড়ুন: