হোম > খেলা > ক্রিকেট

স্পিন কোচ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজ সফরে রঙ্গনা হেরাথকে পাওয়া যাবে না তা আগেই জানা গিয়েছিল। দেশের কঠিন সময়ে পরিবারের সঙ্গে থাকতে চান বাংলাদেশ দলের এই স্পিন বোলিং পরামর্শক। তাঁর পরিবর্তে ক্যারিবীয় সফরে স্পিনারদের দেখভালের দায়িত্ব কার কাঁধে দেওয়া হচ্ছে, সে নিয়ে আলোচনা ছিল।

এর আগে বিভিন্ন সময়ে আপৎকালীন দায়িত্বে জাতীয় দলের সঙ্গী হয়েছিলেন সোহেল ইসলাম। এবারও স্থানীয় এই স্পিন বোলিং কোচ আলোচনায় ছিলেন। যদিও সোহেল ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গী হচ্ছেন না বলে আজকের পত্রিকা'কে নিশ্চিত করেছেন খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্বে থাকা সুজন বলেন, ‘হেরাথের পরিবর্তে কেউ ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না। আমি আর ডমিঙ্গো (প্রধান কোচ রাসেল ডমিঙ্গো) স্পিনারদের দেখব।’

নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে নানা সময়ে সোহেলের শরণাপন্ন হন। মেহেদী হাসান মিরাজ- তাইজুল ইসলাম-নাঈম হাসানদের নিয়ে আলাদাভাবে কাজও করেছেন তিনি। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সময় পর টেস্ট একাদশে ফিরে ক্যারিয়ার-সেরা বোলিং করেন নাঈম। এর আগে তিনি সোহেলের দিকনির্দেশনায় অনুশীলন সারেন। সুজন অবশ্য বলেন, ‘এবার আমাদের সঙ্গে সোহেল যাচ্ছে না।’ 

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। আগামী ৬ জুনের মধ্যে তিন ভাগে বাংলাদেশ দল ক্যারিবীয় দীপপুঞ্জে যাবে। প্রথম টেস্ট হবে ১৬ জুন থেকে অ্যান্টিগায়। দ্বিতীয়টি সেন্ট লুসিয়ায়। ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টি ৭ জুলাই। তিন ওয়ানডেই হবে গায়ানায়।

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস