Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বাদ পড়লেন পূজারা, ডাক পেলেন আইপিএল খেলা কুমার

ক্রীড়া ডেস্ক

বাদ পড়লেন পূজারা, ডাক পেলেন আইপিএল খেলা কুমার

ফর্মটা পক্ষে কথা বলছিল না চেতেশ্বর পূজারার। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ফর্মহীনতায় ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন পূজারা। অন্যদিকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবারের আইপিএলে খেলা মুকেশ কুমার। 

ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত। টেস্টের দল ১৬ সদস্যের আর ওয়ানডে দলে আছেন ১৭ ক্রিকেটার। টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুকেশ, রুতুরাজ গায়কোয়াড ও যশস্বী জয়সওয়াল। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে ১০ ম্যাচ খেলেন মুকেশ। আইপিএলে প্রথমবার খেলে ১০.৫২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। 

টেস্ট দল থেকে মোহাম্মদ শামিকে দেওয়া হয়েছে বিশ্রাম। উমেশ যাদবকেও বাদ দেওয়া হয়েছে। দলে ফিরেছেন নবদীপ সাইনি। টেস্টের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। মুকেশ ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। ওয়ানডেতে ফিরেছেন সঞ্জু স্যামসন ও গায়কোয়াড। ওয়ানডেতে একমাত্র ম্যাচ গায়কোয়াড খেলেন গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডে দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টেস্ট, ওয়ানডে-দুই দলেরই অধিনায়ক রোহিত শর্মা। রোহিত, মুকেশ, গায়কোয়াড তো টেস্ট, ওয়ানডে দুটি দলে আছেনই, এদের সঙ্গে বিরাট কোহলি, গায়কোয়াড, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট আছেন দুই দলে। ১২ ও ২০ জুলাই হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ আগস্ট হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

ভারতের টেস্ট দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ, আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সওয়াল, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি। 

ভারতের ওয়ানডে দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।

অবসরের গুঞ্জন নিয়ে ভারতীয় ক্রিকেটারের রহস্যময় পোস্ট

বিসিবির সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের দাপট, আছে আফগানিস্তানও

এক তামিম করলেন লন্ডভন্ড, আরেক তামিম দেখলেন হার

শিরোপা জিতে পাকিস্তানকে নিয়ে ভারতীয় তারকা ক্রিকেটারের রসিকতা

ভারতের অনুমোদনহীন লিগ খেলতে গিয়ে বিপাকে আশরাফুলরা

আইসিসি থেকে চ্যাম্পিয়ন ভারত পেল প্রায় ৩০ কোটি টাকা, বাকিরা কত

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

কেন সাংবাদিকদের গুজব ছড়াতে নিষেধ করলেন রোহিত

ট্রফি জেতার পর শামির মায়ের কদমবুচি করলেন কোহলি