অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। আর গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার বিশ্বকাপ শেষ করেছে অষ্টম স্থানে থেকে। বিশ্বকাপ শেষে সেরা পারফরমারদের নিয়ে একাদশ ঘোষণা করেছে আইসিসি, যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন শুধু রিপন মণ্ডল।
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ভারত থেকে আইসিসির এই একাদশে জায়গা পেয়েছেন সর্বোচ্চ তিন ক্রিকেটার। ভারতীয় অধিনায়ক জশ ঢুলের নেতৃত্বে একাদশে আছেন তাঁর সতীর্থ রাজ বাওয়া ও ভিকি ওস্টওয়াল। বিশ্বকাপের রানারআপ ইংল্যান্ড থেকে আছেন দুজন। পাকিস্তান থেকেও আছেন দুজন ক্রিকেটার।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বেবি এবি খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসও আছেন এই একাদশে। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন এই একজনই। আইসিসির এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন রিপন। ১৪ উইকেট নেওয়া রিপন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা থেকে আছেন একজন করে ক্রিকেটার। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন আফগানিস্তানের নূর আহমেদ।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আইসিসির একাদশে:
হাসেবুল্লাহ খান, টেক উইলি, জশ ঢুল, টম প্রেস্ট, দুনিথ উইল্লালগে, রাজ বাওয়া, ভিকি ওস্টওয়াল, রিপন মণ্ডল ওয়াইস আলী, জোশ বাইডেন
অতিরিক্ত খেলোয়াড়: নূর আহমেদ