হোম > খেলা > ক্রিকেট

কোহলি-গম্ভীরের আবার ‘ঝগড়ার’ সম্ভাবনা দেখছেন ভারতীয় ক্রিকেটার

বিরাট কোহলি, গৌতম গম্ভীর—আইপিএল ইতিহাসে ভারতীয় দুই ক্রিকেটার থাকা মানেই যেন অন্য এক আবহ। সময় পেরিয়ে যায়, দল বদলায়, ভূমিকা বদলায়—তবু দুই ক্রিকেটারের বাকযুগ্ধ ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে উত্তাপ ছড়ায়। এবারের আইপিএলে আবারও তেমন সম্ভাবনা দেখছেন বরুণ অ্যারন। 

২০০৮ থেকে এখনো পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলছেন কোহলি। অন্যদিকে গম্ভীরের ভূমিকা ও দল বদলেছে বারবার। খেলোয়াড় থেকে হয়েছেন পরামর্শক, তবু লেগেছে কোহলির সঙ্গে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকা অবস্থাতেই গত বছর গম্ভীরের সঙ্গে কোহলির বাকযুদ্ধের ঘটনা এখনো টাটকা। সেই গম্ভীর এবার কলকাতা নাইট রাইডার্সের পরামর্শক হিসেবে থাকছেন এবারের আইপিএলে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে আরসিবি ও কলকাতা। আরসিবি-কলকাতা ম্যাচকে সামনে রেখে স্টার স্পোর্টসকে অ্যারন বলেন, ‘আমি তেমন কিছু বলব না। তবে ম্যাচ দেখতে মুখিয়ে থাকব। বেঙ্গালুরু ডাগআউটের ঠিক পাশেই বসবেন গৌতম গম্ভীর। কী ঘটতে যাচ্ছে, আমি জানি না। কোহলি কলকাতা ডাগ আউটের দিকে তাকালেই সে জ্বলে উঠবে।’ 

গত বছরের ১ মে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসের ১৭ তম ওভারের সময় লক্ষ্ণৌর দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। ম্যাচ শেষে করমর্দনের সময় আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। তখন সমস্যার সমাধান না করে কোহলির উদ্দেশে কড়া কথা বলেন গম্ভীর। যেখানে গম্ভীর ছিলেন লক্ষ্ণৌর পরামর্শক।  এ ঘটনায় কোহলি, গম্ভীর, নাভিন তিনজনকেই জরিমানা করা হয়েছিল। কোহলি, গম্ভীর দুজনকেই ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়। ৫০ শতাংশ জরিমানা গুনতে হয় নাভিনকে। 

এর আগে ২০১৩ সালের ১১ এপ্রিল তর্কে জড়ান কোহলি ও গম্ভীর। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ইনিংসের দশম ওভারের ওভারের প্রথম বলে আউট হয়েছেন কোহলি। আউট হওয়ার পর তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি ও গম্ভীর। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে আসতে হয়েছিল তাঁর তৎকালীন কলকাতার সতীর্থ রজত ভাটিয়া। 

২০১১ থেকে ২০২২ পর্যন্ত ১১ বছরের আইপিএল ক্যারিয়ারে ৫২ ম্যাচ খেলেন অ্যারন। ৮.৯৪ ইকোনমিতে ভারতীয় এই পেসার নিয়েছেন ৪৪ উইকেট। কলকাতা, আরসিবির হয়ে খেলারও অভিজ্ঞতা রয়েছে অ্যারনের। 

আরও পড়ুন:

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ