Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের চেয়ে সাকিবের ভাবনায় এখন চ্যাম্পিয়নস ট্রফি

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের চেয়ে সাকিবের ভাবনায় এখন চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশের বিশ্বকাপ কার্যত শেষ। সেমিফাইনালের সম্ভাবনা একরকম শেষ হয়ে যাওয়ায় প্রথম পর্বের বাকি তিন ম্যাচ এক অর্থে নিছক আনুষ্ঠানিকতা। কিন্তু এসব ম্যাচ থেকেও দলের অর্জনের বাকি আছে মনে করেন সাকিব আল হাসান।

সেই ‘অর্জন’টা কী? বাকি তিন ম্যাচে ভালো করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জায়গা করে নেওয়া। কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানে ম্যাচটিকে ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বললেন, ‘আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা। আর এ জন্য আমাদের কাছে জয়ের বিকল্প নেই। আমরা এদিকেই মনোযোগ রাখছি।’

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকা লাগবে বাংলাদেশের। কিন্তু ৬ ম্যাচে ৫ হার নিয়ে পয়েন্ট টেবিলের ৯-এ অবস্থান দলের। সাকিব বলে গেলেন, ‘কত উপরের দিকে শেষ করা যায়, সেটাও তো একটা লক্ষ্য। আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, সেভাবে করতে পারিনি। তবে এখান থেকেও যদি যে কয়টা ম্যাচ আছে ভালোভাবে খেলতে পারি, ভালো ফলাফল আসে, তাহলে হয়তো স্বস্তি নিয়ে ফিরতে পারব।’

ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি, বিতর্কে নতুন মোড় দিলেন কামিন্স

বৃষ্টির পেটে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ইংল্যান্ডকে আবারও চমকে দিতে চায় আফগানিস্তান

বাংলাদেশকে হারাতে সেই চোটের ‘নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবাদিন

‘পাকিস্তান ক্রিকেট মরে গেছে’

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে কী বললেন পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, সেমির পথে এগিয়ে যাবে কে আজ