আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন নাসুম আহমেদ। প্রথম ম্যাচে বল হাতে চার উইকেট নিয়ে দলকে জেতাতে বড় অবদান রাখেন তিনি। এরই পুরস্কার পেয়েছেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার।
সাম্প্রতিক সময়ের সিরিজগুলো শেষে র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। আর সেই র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিলেন নাসুম আহমেদ। গত বছর বাংলাদেশ দলে অভিষেকের পর এটিই তার সেরা র্যাঙ্কিং।
আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৬৩৭ রেটিং নিয়ে দশে নাসুম। এ ছাড়াও আফগান স্পিনার মুজিব উর রহমান এক ধাপ পিছিয়েছেন। শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শামসি।