Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

শেষ আটে বাংলাদেশকে হারানো ভারতই ফাইনালে

ক্রীড়া ডেস্ক

শেষ আটে বাংলাদেশকে হারানো ভারতই ফাইনালে

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ যুবাদের হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ভারত যুবারা। শেষ চারে অস্ট্রেলিয়া যুবাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন তাঁরা। সেমিতে অজিদের একপ্রকার উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারত। যুব বিশ্বকাপের ফাইনালে এখন তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে সেখান থেকে দলকে উদ্ধার করে অধিনায়ক যশ ঢুল। তৃতীয় উইকেট শাইক রশিদের সঙ্গে ঢুলের ২০৪ রানের জুটিই মূলত ভারতকে বড় সংগ্রহের রাস্তা তৈরি করে দিয়েছে।

১১০ বলে ১০ চার ও ১ ছক্কায় ১১০ রানে অপরাজিত থাকেন ঢুল। তাঁর সঙ্গী রশিদ যদিও সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আউট হয়ে যান। তাতেও অবশ্য বড় সংগ্রহ দাঁড় করাতে বেগ পেতে হয়নি ভারতকে। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে তারা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শুরুতেই উইকেট হারালেও অজিদের হয়ে প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিলেন ওপেনার ক্যাম্পবেল কেল্লাওয়ে আর তিনে নামা করি মিলার। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন দুজনে। তবে মিলারের বিদায়ের পর পুরো ইনিংসে অস্ট্রেলিয়া আর জেতার পরিস্থিতি তৈরি করতে পারেনি।

৬৬ বলে ৫১ রানে ইনিংস খেলে শুধুই হারের ব্যবধান কমিয়েছেন লাচলান শো। ভারত ম্যাচ জেতে ৯৬ রানে। অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন ভারত অধিনায়ক ঢুল। আগামী শনিবার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর